Ajker Patrika
হোম > জাতীয়

সীমান্ত হত্যা বন্ধে ‘ফর্মুলা’ দিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সীমান্ত হত্যা বন্ধে ‘ফর্মুলা’ দিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যা, চোরাচালানসহ অন্যান্য অপরাধ বন্ধে দিল্লি ‘ফর্মুলা’ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

১৯৭১ সালে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত স্বীকৃতি দেওয়াতে বাংলাদেশের হৃদয় ভরে গিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘এ বছরও ভারত বাংলাদেশকে সম্মান দিয়েছে। ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং তাদের রাষ্ট্রপতি আসবেন।’

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতটি সৌজন্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও ভারতের সোনালি অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় এসেছে। ভারত চায় না এমন কাজ হবে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়তে বাধা হয়ে দাঁড়ায়।’

সীমান্ত হত্যা নিয়ে একে আবদুল মোমেন বলেন, ‘বৈঠকে ভারত জানিয়েছে যে, এগুলোর ওপর আরও সতর্ক দৃষ্টি রাখবে। একটি সূত্র বা ফর্মুলা দিয়েছে যাতে সীমান্তে ঝামেলা না হয়। পানির নিয়ে আলোচনা হয়েছে, এটি সমাধান হবে আলোচনার মাধ্যমে, সেটি ত্বরান্বিত করা হবে।’

জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে কি না-জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ত্বরান্বিত করার জন্য এরই মধ্যে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।’

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

খাবার ও পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা

গুমের শিকার ৩৩০ জনের ফেরার আশা ক্ষীণ: কমিশন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

স্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কোটার আদেশ বাতিল

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম