নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাম তেলের দাম লিটারপ্রতি তিন টাকা কমিয়েছে আমদানি ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাম তেলের দাম পুননির্ধারণ করা হলো। গত ৬ ফেব্রুয়ারি সরকার ঘোষিত প্রতি লিটার পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা। আজ লিটারপ্রতি তিন টাকা কমিয়ে তা ১৩০ টাকা পুননির্ধারণ করা হলো।
আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সরকার নানা উদ্যোগ নিয়েও দাম নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী এই তিন পর্যায়ে ২৫ শতাংশ ভ্যাট কমানো হয়। বর্তমানে আমদানি পর্যায়ে ভ্যাট নির্ধারণ ছিল ১৫ শতাংশ। তা থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ প্রত্যাহার করে সরকার। এতে বাজারে প্রতি লিটার পাম তেলের দাম ২০-২৫ টাকার মতো কমার কথা থাকলেও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো তিন টাকা কমিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।