হোম > জাতীয়

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের রণতরী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিকে সামনে রেখে বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর রণতরি এইচএমএস কেন্ট। যুক্তরাজ্য ও বাংলাদেশের অটুট বন্ধন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক শান্তির প্রতি যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতিকে সামনে রেখে সফরে এসেছে এই রণতরী। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের টাইপ ২৩ ফ্রিগেট রণতরি এইচএমএস কেন্ট চট্টগ্রাম নৌ ঘাঁটিতে এসে নোঙর করে। এ সময় বাংলাদেশের নৌবাহিনী ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন রণতরীকে স্বাগত জানায়। এই সফরে উদ্যাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

সফরকালীন সময় আশা করা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশে এইচএমএস কেন্ট বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে দুই দেশের সামরিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এইচএমএস কেন্টের কমান্ডিং অফিসার কমান্ডার ম্যাট সাইক্স বলেন, ‘এইচএমএস কেন্টের সফরকে ঘিরে বাংলাদেশ সরকার ও নৌবাহিনীর অবিরত সহযোগিতার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কেরিয়ার স্ট্রাইক গ্রুপে বাংলাদেশের অংশগ্রহণ ইউকে-বাংলাদেশের সুদীর্ঘ ও সুগভীর সম্পর্কের এক বিশেষ নজির স্থাপন করেছে।’

ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ রণতরি এইচএমএস কেন্ট বাংলাদেশের ইতিহাসের এক শুভক্ষণে এই সফরে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি দারুণ সুযোগ করে দিয়েছে স্বাধীনতার পাঁচ দশক পর এই দেশের অসাধারণ সব অর্জনগুলোকে তুলে ধরার।’ 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা