Ajker Patrika
হোম > জাতীয়

এমভি আবদুল্লাহর নাবিকদের মুক্তি দিতে ৫৫ কোটি টাকা নিয়েছে জলদস্যুরা

এমভি আবদুল্লাহর নাবিকদের মুক্তি দিতে ৫৫ কোটি টাকা নিয়েছে জলদস্যুরা

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকদের মুক্তি দিতে ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা নিয়েছে সোমালি জলদস্যুরা। দুই জলদস্যুর বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আবদিরশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে ৫০ লাখ ডলার আদায়ের বিষয়টি জানিয়ে বলেছেন, ‘যথারীতি দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছিল...আমরা পরীক্ষা করে দেখেছি টাকা জাল কি না। তারপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।’ সোমালিয়ার সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। 

মুক্তিপণের টাকার অঙ্ক নিয়ে মুখ খুলছে না জাহাজের মালিকপক্ষ। কেউ বলছে ৫০ লাখ ডলারে জিম্মিদের ছেড়ে দিয়েছে দস্যুরা। কেউ বলছে টাকার অঙ্ক আরও কম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন খোদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। 

 মুক্তি পেয়েছেন এমভি আবদুল্লাহর নাবিকেরা। জাহাজ নিয়ে তাঁরা সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছেন। ছবি: সংগৃহীত৫৫ কোটি টাকা মুক্তিপণ দেওয়ার বিষয়ে সোমালি সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করে প্রশ্ন রাখলে জাহাজ মালিকপক্ষের মিডিয়া উপদেষ্টা মো. মিজানুল ইসলাম বলেন, ‘মুক্তিপণের বিষয়ে কোনো কিছু বলার নেই। মুক্তিপণের বিষয়টি কৌশলগত কারণে আমরা বলতে পারব না। আমাদের নাবিকেরা মুক্ত হয়েছেন—এটাই সবচেয়ে বড় কথা।’ 

উল্লেখ্য, মুক্তিপণ দেওয়ার এক মাস পর গত শনিবার গভীর রাতে মুক্ত হন কেএসআরএম গ্রুপের এসআর শিপিং কোম্পানির জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। তাঁরা এখন সংযুক্ত আরব আমিরাতের পথে। সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে মালিকপক্ষ।

আরও পড়ুন:

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হতে পিএসসির অনুরোধ

বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে: ধর্ম উপদেষ্টা

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিচার বিভাগীয় কর্মচারীদের সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনস্থ করার প্রস্তাব

সংবাদপত্রের মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার