বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকদের মুক্তি দিতে ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা নিয়েছে সোমালি জলদস্যুরা। দুই জলদস্যুর বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আবদিরশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে ৫০ লাখ ডলার আদায়ের বিষয়টি জানিয়ে বলেছেন, ‘যথারীতি দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছিল...আমরা পরীক্ষা করে দেখেছি টাকা জাল কি না। তারপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।’ সোমালিয়ার সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মুক্তিপণের টাকার অঙ্ক নিয়ে মুখ খুলছে না জাহাজের মালিকপক্ষ। কেউ বলছে ৫০ লাখ ডলারে জিম্মিদের ছেড়ে দিয়েছে দস্যুরা। কেউ বলছে টাকার অঙ্ক আরও কম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন খোদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
উল্লেখ্য, মুক্তিপণ দেওয়ার এক মাস পর গত শনিবার গভীর রাতে মুক্ত হন কেএসআরএম গ্রুপের এসআর শিপিং কোম্পানির জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। তাঁরা এখন সংযুক্ত আরব আমিরাতের পথে। সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে মালিকপক্ষ।
আরও পড়ুন: