হোম > জাতীয়

করোনায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭০ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৭৬। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন।
 
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল করোনায় দুজনের মৃত্যু ও ৫১২ জনের শনাক্তের খবর জানিয়েছিল অধিদপ্তরটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ২০৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন কোভিড রোগী।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৭০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

বাধা ও হস্তক্ষেপে কাজ করতে পারছে না পুলিশ

সংখ্যালঘু নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল সরকার

৫ আগস্টের পর থেকে পুলিশের গাড়ির সংকট

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিল সরকার

সংস্কারের স্থায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল: প্রধান বিচারপতি

দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে: প্রধান উপদেষ্টা

শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হাইকোর্টের রুল

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড