বর্তমানে দেশের অন্যতম আলোচিত ইস্যু জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ওএসডি) মো. মতিউর রহমান ও তাঁর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল-কাণ্ড। কোরবানি ঈদ উপলক্ষে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের পরিচয়, মতিউর রহমানের সঙ্গে তাঁর পরিচয় উন্মোচনে ফেসবুকে গত ১৯ জুন (বুধবার) সকাল থেকে একাধিক পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ। শেষ পর্যন্ত তিনি প্রমাণও করেছিলেন মতিউর রহমানেরই ছেলে মুশফিকুর রহমান ইফাত। সাইয়েদ আব্দুল্লাহর এমনই একটি পোস্টের সূত্র ধরে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানেও বেরিয়ে আসে ইফাতের পারিবারিক পরিচয়। সাইয়েদ আবদুল্লাহর ওই ফেসবুক অ্যাকাউন্টটি স্থগিত করেছে মেটা।
ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে জানতে সাইয়েদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি বলেন, ‘গত শনিবার (২২ জুন) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। স্থগিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণও জানায়নি ফেসবুক। এর আগে সংবাদমাধ্যমে নিজাম হাজারীর বক্তব্যেরও আগে যখন আমি প্রমাণ করে দিলাম, ওই দিন রাতেও আমার অ্যাকাউন্টে অ্যাটাক হয় এবং অ্যাকাউন্ট দুই ঘণ্টা লক ছিল।’
অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে মেটা তাঁকে তিনটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, মেটা তিনটি কাজের অনুমোদন দেয় না। এর মধ্যে আছে—১. এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা দেখে মনে হয়, এটি অন্য কারও। ২. প্রতারণার উদ্দেশ্যে অন্য কারও ছবি ব্যবহার করা এবং ৩. ফেসবুকে এমন কোনো পেজ তৈরি করা, যা অন্য কারও পক্ষে কথা বলার ভান করে। তবে এ তিন কারণের কোনটি সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হয়েছে, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, সাইয়েদ আব্দুল্লাহ এর আগে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ‘রাফসান দ্য ছোট ভাই’য়ের পরিবারের ঋণ খেলাপির তথ্য সামনে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন: