Ajker Patrika
হোম > জাতীয়

শিক্ষার্থী ফাইয়াজ হত্যা: শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থী ফাইয়াজ হত্যা: শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করেন। এতে হত্যা-গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় রাপা প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। সেখানে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা হামলা চালায়। এতে রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারসহ ৫৪ জন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় এ নিয়ে তদন্ত সংস্থায় মোট ১২টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ১১টি সাম্প্রতিক সময়ের গণহত্যার ঘটনায় ও একটি ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায়।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, অভিযোগটি প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। এটি পরে আমাদের কাছে আসবে।

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা