এবার সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজওয়ানা হাসান বলেন, হজ প্যাকেজ এ মাসের শেষে ঘোষণা করা হবে।
জানা গেছে, প্রতি বছর সরকারি খরচে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা যান। কিন্তু এ বছর শুধু হাজিদের দেখাশোনার জন্য নিয়োজিত স্বাস্থ্য কর্মী-চিকিৎসক ছাড়া কেউ সরকারি খরচে হজে যেতে পারবেন না।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ অক্টোবর ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভায় হজ প্যাকেজ ঘোষণা করা হবে।