বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মার্কিন এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। কমিশন অনেক দিন ধরে দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবনতির ধারা লক্ষ করছে। ২০২১ সালেও এ ধারা অব্যাহত ছিল। একই প্রতিবেদনে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগজনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশে গত অক্টোবরে শারদীয় দুর্গোৎসবের সময় সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সংঘাত ঠেকাতে সরকারের উদ্যোগের পরও সপ্তাহব্যাপী হিন্দু সম্প্রদায়ের সদস্য ও তাদের ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। এ ছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, শুরুতে যেসব রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা খ্রিষ্টধর্মাবলম্বী। এ ছাড়া প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যালয় বন্ধ করা, তাদের ভাসানচরে স্থানান্তর এবং রোহিঙ্গাদের আবাসস্থলের অস্বাস্থ্যকর পরিবেশের কথাও তুলে ধরা হয়।