Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

মার্কিন এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। কমিশন অনেক দিন ধরে দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবনতির ধারা লক্ষ করছে। ২০২১ সালেও এ ধারা অব্যাহত ছিল। একই প্রতিবেদনে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগজনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। 

প্রতিবেদনে বাংলাদেশে গত অক্টোবরে শারদীয় দুর্গোৎসবের সময় সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সংঘাত ঠেকাতে সরকারের উদ্যোগের পরও সপ্তাহব্যাপী হিন্দু সম্প্রদায়ের সদস্য ও তাদের ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে। 

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। এ ছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, শুরুতে যেসব রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা খ্রিষ্টধর্মাবলম্বী। এ ছাড়া প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যালয় বন্ধ করা, তাদের ভাসানচরে স্থানান্তর এবং রোহিঙ্গাদের আবাসস্থলের অস্বাস্থ্যকর পরিবেশের কথাও তুলে ধরা হয়।

জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারে ঐকমত্য না হলে নির্বাচন নয়, এনসিপির ঘোষণা

স্ত্রীসহ সাবেক এমপি আয়েনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেডিকেলের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিমের স্ত্রীর জমি জব্দ ও হিসাব অবরুদ্ধ

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ ক্রোক, কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার চিন্তা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

রোগীদের জন্য ভিসা সহজ করছে চীন, শুরুতে গেলেন ১৪ রোগী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা