কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগযোগ মাধ্যমে বিদ্বেষমূলক ভাষণ বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণে রসদ জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। এ ছাড়া সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে আহ্বান জানান তিনি। আজ সোমবার রাতে এক টুইট বার্তায় মিয়া সেপ্পো এসব কথা বলেন।
টুইটে মিয়া সেপ্পো বলেন, হিন্দুদের ওপর আক্রমণ সংবিধানের মূল্যবোধ বিরোধী এবং এটি বন্ধ হওয়া প্রয়োজন।
এ ছাড়া সরকারকে নিরপেক্ষ অনুসন্ধান ও বাংলাদেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।