Ajker Patrika
হোম > জাতীয়

৪৩তম বিসিএসে বাদপড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

৪৩তম বিসিএসে বাদপড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ

৪৩তম বিসিএসে বাদ পড়াদের মধ্যে যারা তিন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কতজন নিয়োগ পাবেন তা দু-তিন দিনের মধ্যে জানা যাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ৪৩তম বিসিএসে বাদ পাড়া প্রার্থীদের আবেদন পর্যালোচনায় সভার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এসব তথ্য জানানা।

জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন (গোপন) অপরাধ সে করেছে, যেটা সামনে আসছে— এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তি শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।’

মোখলেস উর রহমান বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হবে।’

৪৩তম বিসিএসে বাদ পাড়া প্রার্থীদের নিয়োগের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটি-রুজি, রোজগার (জড়িত)। অনেকেই এটার পরে বিয়ে করবে। বাবা-মার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা.... তড়িৎ গতিতে যাতে (সিদ্ধান্ত) বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দুই-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।’

গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ জন এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করে সরকার।

এরপর থেকে বাদপাড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন জমা দেন তারা।

পরে বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে, ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। তাদের আবেদন পর্যালোচনা করে অনেককে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

রোববার ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্মবিরতি

উপদেষ্টার বিরুদ্ধে চিঠিপত্র ছাড়াই টাকা চাওয়ার অভিযোগ করলেন সৈয়দ জামিল

শেখ হাসিনার বিরুদ্ধে সাত শতাধিক মামলা: দ্রুত তদন্তে পুলিশের ওপর ‘চাপ’

পদত্যাগপত্র দিলেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

ইলিশের ৫ অভয়াশ্রমে দুই মাস মাছ শিকার নিষিদ্ধ

উড়োজাহাজে অক্সিজেন স্বল্পতা, মিয়ানমার থেকে ফিরে এল ব্যাংককগামী বিমানের ফ্লাইট

ফেব্রুয়ারিতে কারা হেফাজতে নারীসহ ১৪ বন্দীর মৃত্যু: এমএসএফ

অপারেশন ডেভিল হান্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি: এমএসএফ