কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সিটি ব্যাংকে বাংলাদেশ দূতাবাসের একটি জরুরি হিসাব থেকে দুই কর্মকর্তা অর্থ সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। ২০২০ সালের এই ঘটনার বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হিসাবে ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা) ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, দূতাবাসের কাছে ওই ব্যাংক হিসাবে লেনদেন সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
২০২০ সালের ২৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অর্থ তুলে নেওয়ার পর ব্যাংক হিসাবটি বন্ধ করে দেওয়া হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানার পর দূতাবাস জরুরি সহায়তার ওই হিসাব খুলেছিল। তাতে কিছু অনুদান জমা পড়লেও অনেক বছর ওই হিসাবে কোনো লেনদেন হয়নি বলে কর্মকর্তারা জানান।