গ্রাম এলাকাগুলোতে কর আদায়ের ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছেন জেলা প্রশাসকেরা। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এই তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মহানগর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুনির্দিষ্ট কর আদায় হলেও গ্রাম পর্যায়ে তা হচ্ছে না। এ কারণে গ্রামাঞ্চল করের আওতায় আনতে জেলা প্রশাসকেরা সুপারিশ করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, জেলা পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান থাকলেও তাদের করের আওতায় আনা হয়নি। এসব প্রতিষ্ঠানকে করের আওতায় আনা গেলে রাজস্ব আদায় বাড়বে বলে পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকেরা। জেলা প্রশাসকদের এই পরামর্শ কাজে লাগাতে চাচ্ছে সরকার।
গ্রাম পর্যায়ে যাঁরা করের আওতায় আছেন, তাঁদের থেকে কীভাবে কর আদায় করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা।