পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে মিসর। বাংলাদেশের বীজ ও টেকনোলজি নিয়ে মিসরে পাট চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে সে দেশের সরকার।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মিসরের রাষ্ট্রদূত ওমর মাহি এলদিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।
আজ সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কয়েকজন কৃষিবিদ। এরপর বৈঠক হয় মিসরের রাষ্ট্রদূতের সঙ্গে। শেষে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়। বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানির সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা।