Ajker Patrika
হোম > জাতীয়

পর্যটনের উন্নয়নে ওআইসিভুক্ত দেশগুলোর আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে

নিজস্ব প্রতিবেদক

পর্যটনের উন্নয়নে ওআইসিভুক্ত দেশগুলোর আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে

পর্যটনের উন্নয়নে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর একত্রে কাজ করার আরও বেশি সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে ‘ইসলামিক কনফারেন্স অব টুরিজম মিনিস্টার্স’–এর ১১ তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী তাঁর বক্তব্যে বলেন, ‘পর্যটন হলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিল্প যা সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। এ লক্ষ্যে ওআইসি কর্তৃক নিয়মিত এই সম্মেলন আয়োজনের ফলে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাছাকাছি আসার এবং দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার জন্য এটি নতুন সুযোগ ও দিগন্ত উন্মোচন করবে।’ 

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পের উন্নয়নে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে একত্রে কাজ করতে হবে। পর্যটন খাতের পরিপূর্ণ বিকাশে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আরও বেশি সহযোগিতা ও অংশীদারত্ব প্রয়োজন।’ 

মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশের পর্যটন শিল্প ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিকশিত হচ্ছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ, উন্নয়নবান্ধব কার্যক্রম ও নীতিমালা প্রণয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের পর্যটন শিল্পে বেসরকারি খাত উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছে। বন্ধুবৎসল জনগণ, উষ্ণ আতিথেয়তা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য এবং নান্দনিক সব পুরাকীর্তি নিয়ে ওআইসিভুক্ত দেশসমূহের নাগরিকদের জন্য বাংলাদেশ হতে পারে জনপ্রিয় পর্যটন গন্তব্য।’

উল্লেখ্য, গত ২৭ জুন শুরু হওয়া ‘ইসলামিক কনফারেন্স অব টুরিজম মিনিস্টার্স’–এর ১১ তম অধিবেশন আগামী ২৯ জুন পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নেতৃত্বে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মদ জাবের। 

এই অধিবেশনে বর্তমান সভাপতি রাষ্ট্র বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য আজারবাইজানের কাছে সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করবে। ইসলামিক কনফারেন্স অব টুরিজম মিনিস্টার্স-এর সর্বশেষ সম্মেলনটি ২০১৯ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। 

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা