হোম > জাতীয়

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানির পর বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৭ জানুয়ারি ভোট হয়। এতে ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই নির্বাচিত হন। তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম হাইকোর্টে নির্বাচনী আবেদন (ইলেকশন পিটিশন) করেন। গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে আবদুল হাইকে বিজয়ী ঘোষণার গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। 

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবদুল হাই আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ ফেব্রুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৩ মে শুনানির জন্য পাঠান। আবদুল হাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মার্চ মারা যান। এতে ওই আসনটি শূন্য ঘোষণা করে গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। যাতে আগামী ৫ জুন ভোট হওয়ার কথা।

এদিকে নির্বাচনী আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদন করেন নজরুল ইসলাম, যা আজ শুনানি হয়। নজরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। 

পরে নির্বাচন কমিশনের আইনজীবী খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘নির্বাচনী আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে নজরুল ইসলাম আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ২১ দিনের জন্য উপনির্বাচনের তফসিল স্থগিত করেছেন। আজ থেকে এই ২১ দিন গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ