Ajker Patrika
হোম > জাতীয়

ড. ইউনূসের পুরস্কার নিয়ে যা জানালেন ইসরায়েলি ভাস্কর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. ইউনূসের পুরস্কার নিয়ে যা জানালেন ইসরায়েলি ভাস্কর

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেছেন, বাকুতে একটি সম্মেলনে নিজামি গানজভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে একটি সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার। 

এ বিষয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে ইসরায়েলি ভাস্কর হেদভা সারের কাছে ই–মেইলে জানতে চাওয়া হয়। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ওই সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার কে দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হয়। হেদভা সার ফিরতি মেইলে আজকের পত্রিকাকে জানান, বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একেবারে সঠিক। ‘ট্রি অব পিস’ পুরস্কারটি ইউনেসকো নয়, নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়। 

এর আগে বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে বেরিয়ে সকালে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন। 

মহিবুল হাসান বলেন, ‘কিছুদিন আগে প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেটি হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা নিশ্চিত করেছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেয়নি।’ 

মন্ত্রী আরও বলেন, একজন ইসরায়েলি ভাস্করের পুরস্কার ইউনেসকোর নামে চালিয়ে দেওয়া দেশের জন্যও মানহানিকর। তিনি বলেন, ‘আমরা ইউনেসকোকে এটা বলব।’ 

গত ২১ মার্চ ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজারবাইজানের বাকুতে ১৪–১৬ মার্চ একাদশ বিশ্ব বাকু ফোরামে অংশ নিয়ে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিনে তাঁকে ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়। এই সম্মেলনে আয়োজক ছিল নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার।

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

খাবার ও পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা

গুমের শিকার ৩৩০ জনের ফেরার আশা ক্ষীণ: কমিশন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

স্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কোটার আদেশ বাতিল

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম