নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে সকালের দিকে ছিনতাই বেশি হচ্ছে বলেও জানান তিনি।
আজ রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ছিনতাই বেড়েছে সে কথা ঠিক, তবে ভোরবেলা ছিনতাই বেশি হচ্ছে। এ জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ছিনতাই দমন করা যায়।’
সেই সঙ্গে আসন্ন বড়দিন ও বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।