Ajker Patrika
হোম > জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল

ইউএনবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার পরিস্থিতির উন্নয়নে কঠোর পরিশ্রম করছে এবং সম্মিলিত পদক্ষেপ নিচ্ছে। 

তিনি বলেন, ‘আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার খুব খারাপ লাগছে। এটা আমাদের জন্য অসহনীয়। আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা একসঙ্গে কাজ করছি।’ 

গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা এ কথা বলেন। 

আসিফ বলেন, ‘বন্যার প্রভাব কমে আসছে এবং শীত আসছে। আমরা আশা করছি, পরিস্থিতির অনেকাংশে উন্নতি হবে। কিছু কিছু এলাকায় এরই মধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।’

আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে এটি পণ্য আমদানির সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট। 

সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী স্বীকার করে তিনি বলেন, এটা এত সহজ নয়। 

আসিফ নজরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমস্যা সমাধানে সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে এবং বাজার নিয়ন্ত্রণ করতে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেছে। 

তিনি বলেন, এটি এমন একটি বিষয়, যা সরকারে থাকা সবাইকে মানসিক যন্ত্রণা দেয়।

সব বিষয়ে একমত হতে হলে উত্তর কোরিয়ায় বাস করতে হবে: আলী রীয়াজ

পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ-র‍্যাব-বিজিবি-ডিজিএফআই-এনএসআইকে আন্ডারমাইন করলে শান্তি আসবে না: সেনাপ্রধান

যাত্রীদের সার্বক্ষণিক সেবায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজেরা হানাহানি, বিষোদ্গারে ব্যস্ত—এটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ: সেনাপ্রধান

২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিসহ পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি

জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা

খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি হুমায়ূন কবির

ডিসেম্বর বা কাছাকাছি সময়ে নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নতুন রাজনৈতিক শক্তির জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, পদত্যাগের পর নাহিদ