সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে ওই স্থলাভিষিক্ত করা হয়েছে।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে— জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ৭ নম্বর ভবনে ভয়াবহ কাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত পুলিশকে উপকমিশনারকে সরিয়ে দেওয়া হলো।