Ajker Patrika
হোম > জাতীয়

রোববার জেলেদের মুক্তি, ফিরবেন ৯০ বাংলাদেশি, যাবেন ৯৫ ভারতীয়

অনলাইন ডেস্ক

রোববার জেলেদের মুক্তি, ফিরবেন ৯০ বাংলাদেশি, যাবেন ৯৫ ভারতীয়
বাংলাদেশে আটক ভারতীয় জেলেরা শিগগির নিজ দেশে ফিরে যাবেন। প্রতীকী ছবি

একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।

বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।

দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই

সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে

লাইসেন্স ছাড়াই ৩৫ হাজার মোটরযান মেরামত কারখানা

সৈয়দ জামিল আহমেদের বিবৃতির উত্তরে যা বলল সংস্কৃতি মন্ত্রণালয়

আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন: অমর্ত্য সেন

বিদ্যুতের অপচয় কমাতে সকলের সহযোগিতা চান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা