Ajker Patrika
হোম > জাতীয়

তড়িঘড়ি করে পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫ সুপারনিউমারারি পদ অনুমোদন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

তড়িঘড়ি করে পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫ সুপারনিউমারারি পদ অনুমোদন

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বাড়তি এই ৩৬৫টি পদের মধ্যে অতিরিক্ত আইজিপি ১০, ডিআইজি ৬৫, অতিরিক্ত ডিআইজি ১৪০ এবং এসপি পদে ১৫০টি পদ রয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে জননিরাপত্তা বিভাগ হতে ৫২৯টি পদ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ একাধিক দফায় ৩৬৫টি পদের অনুমোদন দেয়।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’তে পাঠানো হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত রাজস্ব খাতে কোনো পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে গেলে অনেক যাছাই–বাছাইয়ের পর সেগুলোর অনুমোদন দেওয়া হয়।

এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দফায় দফায় বিভিন্ন বিষয়ের তথ্য সরবরাহ করতে হয়। কিন্তু পুলিশের এসব পদ সৃষ্টির প্রস্তাব পাস হয়েছে অস্বাভাবিক দ্রুত গতিতে। 

প্রসঙ্গত, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকের জন্য যে এজেন্ডা কমিটির সদস্যদের পাঠানো হয়েছিল সেখানে পুলিশের পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব ছিল না। পরে তা বিবিধ আলোচ্যসূচিতে প্রস্তাবটি উত্থাপন করা হলে অনুমোদন দেয় কমিটি।

দলগুলোর সঙ্গে সংলাপ আগামী সপ্তাহ থেকে

নিরাপত্তা নেই শিশুর, ৮ বছরে ধর্ষণের শিকার প্রায় ৫ হাজার

পুলিশের সহযোগী ফোর্স ঘিরে হয়রানির আশঙ্কা

ঈদযাত্রায় যানজটের শঙ্কা মহাসড়কের ১৫৯ স্থানে

মব জাস্টিস নিয়ে কঠোর অবস্থানে সরকার

এনআইডি স্বরাষ্ট্রকে দেবে না ইসি, সরকারকে চিঠি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেদ্দায় তৌহিদ হোসেনের বৈঠক

ঈদ ঘিরে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন, শতভাগ টিকিট অনলাইনে

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে