হোম > জাতীয়

কাল টিকা পাবেন কড়াইল বস্তিবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বস্তিতে কোভিড টিকা দেওয়ার শুরু করছে সরকার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে টিকা দান কর্মসূচি শুরু হবে। এ বস্তিতে প্রায় ৩ লাখ লোকের বাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতেও টিকা দান শুরু হবে।

আজ সোমবার বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন তাঁদের সবাইকে টিকার আওতায় আনা হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে মহাখালী কড়াইল বস্তিতে করোনা টিকা দান কর্মসূচি শুরু হবে। এখানে প্রায় ৩ লাখ লোকের বসবাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতে টিকা প্রদান করা হবে। 

বস্তিবাসীর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন করে বস্তিতে টিকা দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেননি, সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবেন। 

মন্ত্রী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হারটা সিঙ্গেল ডিজিটে আছে। আমরা চাই এটা শূন্যে নেমে আসুক। সকলে মিলে চেষ্টা করলে শূন্যে নামিয়ে আনা সম্ভব। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএস এআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন ইস্টিবস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বিসিপিএসের প্রধান দীন মোহাম্মদ। 

যেভাবে ইতিহাস হলো আসাদের রক্তভেজা শার্ট

জুলাই–আগস্টের গণহত্যা: চিফ প্রসিকিউটরের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শাপলা-শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে: মাহফুজ আলম

অল দ্য প্রাইম মিনিস্টারস মেন: সাংবাদিকদের গ্রেপ্তারে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নেয় হাসিনা সরকার

সাবেক মন্ত্রী নওফেল ও বিপুর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

বাংলাদেশের প্রতিষ্ঠাতা কারা, তালিকা করতে কমিশন গঠন চেয়ে রিট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে অপসারণে দুদকের তৎপরতা

ওপারের কেউ অবৈধভাবে এপারে আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গবেষণায় শিক্ষক-কর্মচারীরা পাবেন আর্থিক সহায়তা, নীতিমালা জারি

সেকশন