হোম > জাতীয়

ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে কয়েক মাসের মধ্যেই

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফ্লাই জিন্নাহ। ছবি: সংগৃহীত

ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলাচল শিগগিরই শুরু করবে পাকিস্তানের করাচিভিত্তিক বেসরকারি এয়ারলাইনস সংস্থা ফ্লাই জিন্নাহ। এয়ারলাইনসটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর দুই দেশের মধ্যে শিগগিরই ফ্লাইট চলাচল শুরু হবে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল নাসের খান জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য ফ্লাই জিন্নাহর একটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে গত ২৮ জানুয়ারি ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে বৈঠকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শিগগিরই শুরু হবে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরও সহজতর হবে।

ইকবাল হুসাইন পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশি ভিসা পাওয়া আরও সহজ করার ওপর জোর দেন। তিনি বলেন, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব বিমান চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত আমি জানি, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জাতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-করাচি-লন্ডন বিমান পরিচালনার পরিকল্পনাও করছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ