নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, স্পিকারের পদ শূন্য হওয়ায় সংসদ সচিবালয়ের আর্থিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে, এ কারণে বিষয়গুলো আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখবেন বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
এর আগে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।
সরকারি গাড়ির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারি গাড়ির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কতগুলো গাড়ি আছে, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাতে বলা হয়েছে। এটার মাধ্যমে সরকারের কতগুলো গাড়ি রয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাবে। গাড়িগুলোর সর্বশেষ অবস্থা জানা যাবে।
নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচের বেতন বকেয়ার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সমস্যাটা বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের আমলের সমস্যা। আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি, দ্রুত ঘোষণা পাওয়া যাবে।’ একই সঙ্গে ছেলে ও মেয়ে দলের বেতনের সমতার বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা হচ্ছে বলে জানান শফিকুল আলম।