হোম > জাতীয়

ক্যাডেটের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক‌্যাডেট কলেজের শিক্ষার্থীপ্রতি সরকারের বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা ব‌্যয় হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

তিনি বলেছেন, গত অর্থবছরে (কোন অর্থবছর সেটা উল্লেখ করা হয়নি) ক‌্যাডেট কলেজগুলোর সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে ক‌্যাডেট কলেজগুলোতে ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশুনা করে। সেই অনুযায়ী ক‌্যাডেট কলেজগুলোতে অধ‌্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব‌্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী জানান, মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব‌্যয়সংক্রান্ত বরাদ্দ সমন্বিতভাবে সম্পন্ন করা হয় বিধায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব‌্যয় পৃথকভাবে প্রদর্শন করা হয় না।

মন্ত্রীর তথ‌্য অনুযায়ী, উচ্চমাধ‌্যমিক স্তরে শিক্ষার্থীপ্রতি সরকারের বার্ষিক খরচ ৫০ হাজার ৫১২ টাকা। ২০২১-২২ অর্থবছরে এ স্তরের ৩৩ লাখ ১৪ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা। পোস্ট সেকেন্ডারি নন টারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার ৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে সরকারের বরাদ্দ ৭০৭ কোটি টাকা। শিক্ষার্থীপ্রতি বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা। টারশিয়ারি স্তরে ৩৮ লাখ ১২ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। এ হিসেবে সরকারের বার্ষিক খরচ ২০ হাজার ৪৭৮ টাকা।

মন্ত্রী জানান, বাজেট ব‌্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনয়ন এবং শিক্ষা ব‌্যবস্থাপনায় সুশাসন, সাম‌্য ও জবাবদিহি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকারি, বেসরকারি ও ক‌্যাডেট কলেজের শিক্ষার্থীদের বার্ষিক মাথাপিছু বয়ের ব‌্যবধান ক্রমান্বয়ে কমছে।

জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, রাজধানীর পার্শ্ববর্তী বছিলা, হেমায়েতপুর ও সুগন্ধা হাউজিংসমূহে জনবল স্বল্পতার সুযোগে রাজউকের অনুমোদন ছাড়াই মালিকরা অবৈধভাবে বেশির ভাগ ভবন নির্বাচন করেছেন। তবে, জনবল বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় ভবন তদারকি বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব‌্যক্তি রাজউকের নাম ভাঙিয়ে অবৈধভাবে নির্মিত ভবনমালিকদের থেকে টাকা আদায়ের ঘটনা ঘটাতে পারে। 

এ পর্যন্ত ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত রাজউকের কোনো কর্মচারীর বিরুদ্ধে ভবন নির্মাণের কাজ বন্ধ করে মালিকদের থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে চাকরি বিধি অনুযায়ী দায়ী ব‌্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা