হোম > জাতীয়

বাংলাদেশে ২২ বছরের সাজাপ্রাপ্ত পি কে হালদার কলকাতায় জামিনে কারামুক্ত

কলকাতা সংবাদদাতা

কলকাতার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পি কে হালদার। ছবি: সংগৃহীত

দীর্ঘ আড়াই বছর পর কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারে প্রধান অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার ওরফে শিব শংকর হালদার। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ তিনি কলকাতার আলীপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান।

এদিন কারাগার থেকে বেরোনোর সময় পি কে হালদার বলেন ‘আমি এখন কিছু বলব না। পরে বলব।’ স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সামনে কার্যত হাতজোড় করে তিনি বলেন ‘আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সবকিছু জানাব।’

এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা উবার গাড়ি চেপে স্থান ত্যাগ করেন। যদিও এই মুহূর্তে তিনি কোথায় যাচ্ছেন—তা সাংবাদিকদের বলেননি পি কে হালদার।

গত শুক্রবার পি কে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। সে ক্ষেত্রে শর্তসাপেক্ষে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেন আদালত। সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে। এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর গতকাল সন্ধ্যায় তিনি ছাড়া পান।

তবে পি কে হালদারের সঙ্গেই ওই দিন জামিন পান তাঁর অন্য দুই সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মিত্র এবং উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র। গতকাল সন্ধ্যায় পি কে হালদারের সঙ্গে কারাগার থেকে মুক্তি পান উত্তম মৈত্র। তবে নথি ও বন্ড–সংক্রান্ত জটিলতা থাকায় স্বপন মিত্র কারাগার থেকে মুক্তি পাননি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট’ (ইডি)–এর কর্মকর্তারা।

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ