Ajker Patrika
হোম > জাতীয়

শ্রমিকনেতা শহিদুল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি মার্কিন রাষ্ট্রদূতের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

শ্রমিকনেতা শহিদুল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি মার্কিন রাষ্ট্রদূতের

গাজীপুরে শ্রমিকনেতা শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, উক্ত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করতে আজ বুধবার রাজধানীর রামপুরায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে যান রাষ্ট্রদূত। 

সেখানে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশের পাশাপাশি উক্ত মন্তব্য করেছেন বলে ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

শহিদুলের হত্যাকাণ্ডের মামলাটির তদন্তের ওপর দূতাবাসের সার্বক্ষণিক নজর থাকবে, রাষ্ট্রদূত এমন মন্তব্য করেছেন বলে কল্পনা আক্তার জানান। 

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা না দেওয়ায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কয়েক দফা আন্দোলন করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা-কর্মীদের জানান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গত ২৫ জুন রাতে সাড়ে ৯টার দিকে শহিদুল ইসলাম উক্ত কারখানায় যান। কিন্তু কোনো সমাধান না মেলায় পরদিন ২৬ জুন শ্রমিকদের নিয়ে কলকারখানা অধিদপ্তরের কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বেরিয়ে যান তিনি। সেখানে কথা বলে বেরিয়ে আসার পর কিছু দূর গেলে তাঁর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে জড়িত থাকার অভিযোগ আনা হয়। 

নিহত শহিদুল (৪৫) ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি। কল্পনা আক্তার বলেন, পূর্ব পরিকল্পনা করেই শহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মামলার প্রধান আসামি মাজহারুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

রাজধানীতে ছিঁচকে চোর বেড়েছে, তা থেকেই মবের ঘটনা ঘটছে: স্বরাষ্ট্রসচিব

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই