ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলো জাতিসংঘ তদন্ত করবে। তদন্তের প্রস্তুতির জন্যই শিগগিরই জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে।
জাতিসংঘ মানবাধিকার প্রধান ফলকার তুর্ক আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোনে এ কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সহিংসতায় প্রায় ৫৮০ ব্যক্তি নিহত হন।
ফলকার তুর্ককে মুহাম্মদ ইউনূস বলেন, মানবাধিকার ও প্রতিটি নাগরিকের সুরক্ষা তাঁর সরকারে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দেওয়া ও আন্দোলনের সময় নিহতদের প্রতি সহানুভূতি জানানোর জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের পুনর্গঠন ও মানবাধিকার সুরক্ষার কাজে তিনি জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
ফলকার তুর্ক এক এক্স পোস্টে টেলিফোন আলাপের ছবি যুক্ত করে বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি ড. ইউনূসকে দেশটির জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তীকালে নেওয়া পদক্ষেপগুলো সফলতা বয়ে আনবে।
প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান। ড. মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।