হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে অন্য দেশের সম্পৃক্ততা নিয়ে মাথা ঘামাচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন। 

বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’ 

গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’ 

একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন