উপসচিব–যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২: ০৮
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। ছবি: আজকের পত্রিকা

উপসচিব থেকে ওপরের পদগুলোতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

এ ছাড়া সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্থার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সংস্কার কমিশনের প্রধান এ কথা বলেন।

দলীয় বিবেচনায় ক্যাডার পদে পদোন্নতি নিয়ে এক প্রশ্নে মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি উপসচিব থেকে ওপরের পদে পিএসসির পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ে পদোন্নতি হবে।’

তিনি বলেন, ‘আর যে কোটা ছিল, তা ৫০ শতাংশ করে রাখা হবে। প্রশাসন ক্যাডারে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।’

সরকারি চাকরি, পাসপোর্ট ইত্যাদিতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির অভিযোগ প্রসঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এয়ারপোর্টেও থাকবে না। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।’

মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব ড. মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।

৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ

৭ নম্বর ভবনের ৪টি ফ্লোর কাজের উপযোগী করে তোলা হচ্ছে

চিন্ময় দাস শিগগির জামিন পাবেন: ইন্ডিয়া টুডেকে আইনজীবী

তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার আধা সরকারি পত্র