হোম > জাতীয়

বাংলাদেশি মালিকানাধীন একটি জাহাজ কলকাতা বন্দরে কন্টেইনারসহ ডুবে যাচ্ছে

ভারতের কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ৫ নম্বর নটে নোঙর করা বাংলাদেশি জাহাজে এমভি মেরিন ট্রাস্ট-১ কন্টেইনারসহ ডুবে যাচ্ছে। জাহাজটিতে পণ্যভর্তি কনটেইনার তোলার সময় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এরই মধ্যে জাহাজে রাখা ৮টি কনটেইনার বন্দর চ্যানেলে পড়ে গেছে। ডুবুরি নামিয়ে এবং টাগবোট ব্যবহার করে এই সব কনটেইনার রক্ষার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা।

এমভি মেরিন ট্রাস্ট-১ দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন শেখ সাইকুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সম্ভবত বেশি ভারী ওজনের পণ্য কন্টেইনারে তুলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছিল, যা জাহাজের মাস্টারকে জানানো হয়নি। এ কারণে কনটেইনার তোলার সময় জাহাজটি কাত হয়ে ডুবতে শুরু করে। এরই মধ্যে পণ্য ভর্তি ৭-৮টি কনটেইনার নদীতে পড়ে যায়। সেগুলো রশি দিয়ে বেঁধে রক্ষার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে কিছু কনটেইনার নামিয়ে জাহাজটিতে ডুবে যাওয়া থেকে রক্ষার চেষ্টা হচ্ছে।’

জানা গেছে, ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলের আওতায় আরও কিছু জাহাজের মতো এমভি মেরিন ট্রাস্ট-১ কলকাতা থেকে ঢাকা ও চট্টগ্রামে কনটেইনারভর্তি পণ্য আনা নেওয়া করছিল। ৫ দিন আগে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে কলকাতা বন্দর যায়। ২৪৩ একক কনটেইনার নিয়ে দুপুরের মধ্যে জাহাজটির চট্টগ্রামের উদ্দেশ্যে বন্দর ত্যাগের কথা ছিল। কিন্তু রপ্তানিপণ্য ভর্তি ১৬৫ একক কনটেইনার তোলার জাহাজটি একদিকে কাত হয়ে ডুবে যেতে থাকে। এরই মধ্যে কিছু কনটেইনার পানিতে পড়েও যায়। পরবর্তীতে জাহাজ থেকে আরও কিছু কনটেইনার নামিয়ে রেখে জাহাজটিকে সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষার চেষ্টা চলছে বলে জানানো হয়। 

সচরাচর জাহাজটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রাণ গ্রুপের তৈরি ফলের রসসহ কিছু সামগ্রী কলকাতায় নিয়ে যায়। ফিরতি পথে নিয়ে আসে সুতা, কাপড়, শিল্পের কাঁচামাল, রাসায়নিকসহ নানা সামগ্রী।

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেভিল হান্ট ২: এক দিনে গ্রেপ্তার আরও ৮২৩, অস্ত্র­-গুলি উদ্ধার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মিয়ানমারে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করল বাংলাদেশ দূতাবাস

মনোমুগ্ধকর এয়ার শো দেখে উচ্ছ্বসিত হাজারো দর্শক

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর