কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ঢাকার ফ্রান্স দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক ফরাসিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
আজ রোববার এক্স-পোস্টে (সাবেক টুইটার) এ সতর্কতা জারি করা হয়।
দূতাবাস বলেছে, ‘(এখানকার) ফরাসি সম্প্রদায় এবং বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক নাগরিকদের জন্য আমরা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছি।’
এ ছাড়া ফ্রান্স দূতাবাস বাংলাদেশে আন্দোলন-সংশ্লিষ্ট সকল পক্ষকে সহিংসতা এড়াতে শান্ত ও সংযত থেকে সমস্যা সমাধানের জন্য সংলাপে বসার তাগিদ দিয়েছে।
সরকারি-বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে সহিংসতায় এক সপ্তাহে দুই শতাধিক ব্যক্তি নিহত ও কয়েক হাজার ব্যক্তি আহত হন।