Ajker Patrika
হোম > জাতীয়

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশে এসেছে ৪৫ লাখ ডোজ টিকা

অনলাইন ডেস্ক, ঢাকা

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশে এসেছে ৪৫ লাখ ডোজ টিকা

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কয়েক ঘণ্টায় দেশে কোভিড টিকা এসেছে ৪৫ লাখ ডোজ। এর মধ্যে উপহারস্বরূপ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা এসেছে ২৫ লাখ ডোজ। বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের মডার্না টিকার সাড়ে ১২ লাখ ডোজ নিয়ে প্রথম চালান আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

এর কিছু সময় পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ টিকার প্রথম চালানটি দেশে আসে। 

শনিবার (৩ জুলাই) পৌনে ৬টার দিকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে বাকি ১০ লাখ টিকার দ্বিতীয় চালানটি দেশে আসে। 

পরে শনিবার (৩ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বছরই দেশে আসছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০ কোটি ডোজ টিকা। টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ। তিনি বলেন, টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আগস্ট মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা ১০ কোটি ডোজ টিকা পাব। 

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

পাথর না থাকায় ঝুঁকিতে রেলপথ

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা