হোম > জাতীয়

বাংলাদেশকে সাড়ে ৮ হাজার ভিসা দিচ্ছে রোমানিয়া, কনস্যুলার দল আসছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ৮ হাজার ৪০০ ভিসা দেবে রোমানিয়া। এর মধ্যে নতুন ভিসা ৫ হাজার এবং বাকি ৩ হাজার ৪০০ ভিসা প্রক্রিয়াধীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী মার্চ থেকে তিন মাসের জন্য ছয় সদস্যের একটি কনস্যুলার দল বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চ থেকেই তাঁরা ভিসা ইস্যু করা শুরু করবেন। এ সময়ে তাঁদের স্থানীয় সহযোগিতাও প্রয়োজন হবে।’ 

এবারই প্রথম রোমানিয়ার সরকার বিদেশে এ ধরনের কোনো কনস্যুলার দল পাঠাচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 

উল্লেখ্য, গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া। 

বাংলাদেশ থেকে শেনজেন অঞ্চলের বাইরে থাকা ইউরোপের বেশ কিছু দেশে কয়েক বছর ধরে কাজের ভিসায় বাংলাদেশিদের যেতে দেখা যাচ্ছে। সেসব দেশের মধ্যে অন্যতম রোমানিয়া। 

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দেশ। ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত দেশটি এখন শেনজেন অঞ্চলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে। আয়তনে ইউরোপের নবম বৃহত্তম দেশটির রাজধানী বুখারেস্ট। জনসংখ্যা প্রায় ২ কোটি। 

 ১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ অভ্যন্তরীণ যাতায়াতকে সহজ করতে লুক্সেমবার্গের শেনজেন শহরে একটি চুক্তি সই করে। চুক্তির আওতাভুক্ত দেশগুলোকে শেনজেন এলাকাভুক্ত বলা হয়। ইউরোপের ২৬টি দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি