হোম > জাতীয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা অ্যামনেস্টির

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার রাত ৩টার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা করছে। যে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অবিলম্বে সব শান্তিপূর্ণ বিক্ষোভকারীর নিরাপত্তা এবং আহত সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে ধরনের সহিংসতা হয়েছে, তা অতীতে অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাক পরা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও মুগুরের মতো অস্ত্র ব্যবহার করে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে।’ 

বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, ‘বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।’ সংগঠনটি প্রটেক্ট দ্য প্রটেস্ট হ্যাশট্যাগ দিয়ে বিবৃতি শেষ করে।

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সেকশন