হোম > জাতীয়

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা জান্তা বাহিনীর সদস্যসংখ্যা বেড়ে ৩২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকা দিয়ে নতুন করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সরকারি বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ৬৩ জনসহ দেশে পালিয়ে আসা মিয়ানমারের সামরিক, আধা সামরিক বাহিনীর সদস্যসংখ্যা গিয়ে দাঁড়াল ৩২৭।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে এই ৬৩ জনের বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টার দিকে হোয়াইক্যংয়ের উত্তরপাড়া সীমান্ত এলাকা দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।

শরীফুল ইসলাম জানান, আজ নতুন করে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপি, সেনাসদস্য, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্য সংস্থার আরও ৬৩ জন প্রবেশ করেছেন। এখন পর্যন্ত মোট ৩২৭ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এর আগে, গত তিন দিনে ২৬৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। নতুন করে এই ৬৩ জন প্রবেশ করায় বর্তমানে আশ্রয় নেওয়া বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ৩২৭।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম লালু আজকের পত্রিকার বলেন, ‘সকালে কিছুক্ষণ গোলাগুলির পর বিজিপি সদস্যরা বাংলাদেশের প্রবেশ করেন। পরবর্তী সময়ে বিজিবি সদস্যরা গিয়ে তাঁদের নিরস্ত্রীকরণ করে নিরাপদে দেশের ভেতরে নিয়ে আসেন।’

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন