হোম > জাতীয়

সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আরও জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’ 

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতার কারণ কী? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুই-তিন বছর ধরেই সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়টি দেখা হচ্ছিল। হঠাৎ করে এটি করার সিদ্ধান্ত হয়নি। সাইবার নিরাপত্তা বাড়াতে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।’ 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ দেশ এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। সাইবার সিকিউরিটি তো সাধারণ একটি ধারণা।’ 

ন্যাশনাল ডেটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ন্যাশনাল ডেটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু শক্তিশালীভাবে দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে। সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়াকে রূপপুরের ঋণ কীভাবে শোধ করবে বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী মারা গেছেন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীকে তলব

অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

সেকশন