হোম > জাতীয়

সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আরও জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’ 

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতার কারণ কী? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুই-তিন বছর ধরেই সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়টি দেখা হচ্ছিল। হঠাৎ করে এটি করার সিদ্ধান্ত হয়নি। সাইবার নিরাপত্তা বাড়াতে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।’ 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ দেশ এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। সাইবার সিকিউরিটি তো সাধারণ একটি ধারণা।’ 

ন্যাশনাল ডেটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ন্যাশনাল ডেটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু শক্তিশালীভাবে দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে। সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি