হোম > জাতীয়

এক দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ১২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮১২ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৩৬১ জন রাজধানী ঢাকায় এবং ঢাকার বাইরে ৪৫১ জন। 

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। গত জুনে মৃত্যু হয়েছে একজনের, জুলাইতে ৯ জন এবং চলতি মাসে দুইজন মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে সর্বমোট মৃত্যু ১২। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৫১ জন এবং বাইরে ১৪ জন। আগের দিন মোট আক্রান্ত শনাক্ত হয়েছিল ৮৭ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩২২ জন। আগের দিন ভর্তি ছিল ৩৪৪ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৪৬ জন এবং বাইরে ৭৬। আগের দিন ঢাকায় ছিল ২৬৭ জন এবং বাইরে ৭৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ আগস্ট) পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ২ হাজার ৮১২ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ২ হাজার ৩৬১ জন এবং বাইরে ৪৫১ জন। এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে ২ হাজার ৪৭৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ৩১ দিনে ২ হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের দুই দিনে ১৫২ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। 

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক গড়ে ৬০-৭০ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছেন।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন