Ajker Patrika
হোম > জাতীয়

শাহবাগে আটকে দেওয়া হলো প্রাথমিক শিক্ষকদের পদযাত্রা

অনলাইন ডেস্ক

শাহবাগে আটকে দেওয়া হলো প্রাথমিক শিক্ষকদের পদযাত্রা
রাজধানীর শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রা আটকে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বেতন কাঠামো গ্রেড-১৩ থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন শিক্ষকেরা।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

পরে পুলিশের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার সামনে রাস্তায় অবস্থান নেন তারা।

আন্দোলনের অন্যতম সংগঠক শামীমা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা অবস্থান নেব। দাবি আদায়ে আমরা আলটিমেটাম দেব।’

এদিকে সকাল ১০টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকেরা। সেখানে তাঁরা বেলা ১১টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক এম এ মান্নান।

সমাবেশে উপস্থিত সব শিক্ষক শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান ফরিদপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল।

শপথে তিনি বলেন, ‘আমি শপথ করছি যে শিক্ষার্থীদের উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করব। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যেকোনো আন্দোলন সংগ্রামের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করব না।’

শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হলে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল যান। প্রতিনিধিদলের সদস্যরা হলেন মাহবুবুর রহমান, লুৎফর রহমান, সনিবুল হক বসুনিয়া, মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় সরকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের একটি প্রতিনিধিদল যমুনায় যাবেন, তাঁরা (শিক্ষক) শাহবাগে আছেন। রাস্তায় কোনো যানজট নেই’।

উল্লেখ্য, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১৩ নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তখনো শিক্ষকদের গ্রেড-১০ করার দাবি ছিল।

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা