বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াতের কর্মীসহ আরও দুই শতাধিক আসামিকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক বিচারকেরা পৃথক আদেশে এই জামিন মঞ্জুর করেন।
ঢাকার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, আজও নেতা–কর্মীসহ দুই শতাধিক আসামি জামিন পেয়েছেন।
আগের দিন মঙ্গলবার বিএনপি–জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ ২ হাজার ২০০ জনের বেশি আসামিকে জামিন দেওয়া হয়।
গতকালের মতো আজও ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে গ্রেপ্তারকৃতদের জামিন হয়।
ঢাকার বিভিন্ন আদালত ঘুরে দেখা গেছে, যখনই জামিনের আবেদন করা হচ্ছে, তখনই শুনানি শেষে আসামিদের জামিন দেওয়া হচ্ছে। ঢাকার আইনজীবী আমিনুল ইসলাম হিরু বলেন, ‘নাশকতার মামলায় যারাই জামিনের আবেদন করছেন, তাঁরাই জামিন পাচ্ছেন।’