নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় সুমন শিকদার নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
সন্ধ্যার পর দীপু মনিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় ৪ দিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই মামলায় আদালত দীপু মনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন বাড্ডা থানা পুলিশ। অন্য এক আবেদনে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা ১০দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ জুলাই বাড্ডা প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমন সিকদার।
গত ২০ আগস্ট নিহতের মা মোসাম্মৎ মাসুমা বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ১৯ ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়।