শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটির সঙ্গে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নতুন করে গঠন করা হয়েছে। এতে প্রধান করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে।
গতকাল রোববার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে ১৪ সদস্যের আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটিতে রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; আইনমন্ত্রী আনিসুল হক; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান; স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন; জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এ ছাড়া কমিটিতে রয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী।
সেই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, পুলিশপ্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে থাকবেন।