হোম > জাতীয়

আমার ও মায়ের ক্ষতি হলে দায়ী থাকবেন জি এম কাদের : এরিক এরশাদ

প্রতিনিধি, গুলশান (বাড্ডা)

জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে নিজের অপসারণের প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই অপপ্রচার করছেন জি এম কাদের। হু‌সেইন মুহম্মদ এরশাদের রে‌খে যাওয়া 'হু‌সেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট'–এর ব‌্যানা‌রে আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার এরশা‌দের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।

মামুনুর রশিদ দাবি করেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অর্থ পাচারের কোনো প্রমাণ পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে গণমাধ্যমে প্রকাশিত নিউজের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।

মামুনুর রশিদ বলেন, ‘জি এম কাদের বিদিশা এরশাদকে রাজনীতিতে হুমকি মনে করছেন। কাদেরের কাছ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। হু‌সেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সমস্ত সম্পদের মালিক এরিক। এরিককে বিতর্কিত করতে পারলে জি এম কাদের নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে পারবেন। এ জন্যই এরিক এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

সংবাদ সম্মেলনে এরিক অভিযোগ করেন, দুই দিন ধরে তাঁর এবং তাঁর মা বিদিশা সিদ্দিককে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এসবের পেছনে তাঁর চাচা জি এম কাদের জড়িত আছেন বলে অভিযোগ করেন এরিক।

এরিক বলেন, 'আমার এবং আমার মা বিদিশার যদি কোনো ক্ষতি হয়, এর জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জি এম কাদের। আর আমি এই জন্য আমার চাচা জি এম কাদেরের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি।’

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়াকে রূপপুরের ঋণ কীভাবে শোধ করবে বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী মারা গেছেন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীকে তলব

অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

সেকশন