Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইল

অনলাইন ডেস্ক    

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইল
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার সুসান রাইল। ছবি: ফেসবুক

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুসান রাইল। তিনি বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের স্থলাভিষিক্ত হবেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি সুসান রাইলকে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগের ঘোষণা দিচ্ছি।’

এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা আমাদের বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারত্ব, শক্তিশালী ব্যক্তি-ব্যক্তি সংযোগ এবং আমাদের অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানে একসঙ্গে কাজ করছি।

অস্ট্রেলিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে সব বাংলাদেশির জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করছে।

সুসান রাইল পেশাদার কূটনীতিক। তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সর্বশেষ তিনি ভারত মহাসাগর প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি এবং জাপানে অস্ট্রেলিয়ার মিশনে কাজ করেছেন।

বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০২০ সাল থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থ উন্নয়নে অবদান রাখার জন্য প্রাক্তন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং কার্যনির্বাহী হাইকমিশনার নার্ডিয়া সিম্পসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

বাস রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনাবিরোধী, জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহার: টিআইবি

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়

পবিত্র রমজানে ভোগবিলাস, হিংসা পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

রমজানেও মেট্রোরেলে খাবার খাওয়া নিষিদ্ধ, পানি নেওয়া যাবে

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়