হোম > জাতীয়

দেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন পূরণ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর দেশে অনেকেই খুশি হয়েছেন মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তালেবানদের ক্ষমতা দখলে যারা খুশি হয়ে দেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তারা খুশি হয়েছেন এইভাবে যে তাদেরও সময় আসল। তিনি বলেন, যেখানে বঙ্গবন্ধু দেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন। প্রতিটি বাঙালি দেশকে ভালোবাসে। দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের জন্য। তারা এই দেশে জীবিত থাকা অবস্থায় কুচক্রী মহলের এই স্বপ্ন কোনো দিন সফল হবে না। 

আজ রোববার বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় ব্যথা হয়ে থাইল্যান্ডের সরকারের পতন হয়েছে। মালয়েশিয়া সরকার পরিবর্তন হয়েছে। বিভিন্ন দেশের সরকারের অবস্থা বেহাল, অনেকে দেশের অর্থনীতি এখন হুমকির মুখে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা এখন নিয়ন্ত্রণে আসছে। দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থা ভালো আছে, শান্তি বিরাজ করছে। 

জাহিদ মালেক বলেন, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। চিকিৎসকদের সহযোগিতায় করোনা মহামারি মোকাবিলা করে যাচ্ছে সরকার। যে দুর্যোগ ১০০ বছরেও একবার আসে না, এই দুর্যোগ কীভাবে মোকাবিলা করতে হয়, জানা ছিল না। এই মহামারিতে কি করা লাগবে তাও জানা ছিল না। তবে সবকিছু আপনাদের সহযোগিতা নিয়েই করা যাচ্ছি। কারণে বাংলাদেশ করোনা মোকাবিলায় সফল হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আমরা অনেক দেশে প্রশংসা পেয়েছি। এসব সম্ভব হয়েছে চিকিৎসক ও নার্সদের জন্য, এই কাজগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁরা। যারা নিজেদের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছে। কাজেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। 

করোনা নিয়ন্ত্রণে আনতে নমুনা পরীক্ষা পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখন ল্যাবে হাজার হাজার টেস্ট করানো হচ্ছে। টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক দেশ এখনো টিকা পায়নি। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা সেবা নিতে গিয়ে চিকিৎসকসহ আমরা ১৬ থেকে ১৮ ঘণ্টা আমরা কাজ করি যাচ্ছি। একটি থেকে এখন সাড়ে ৭০০টি ল্যাব হয়েছে। করোনা সেবা দেওয়ার জন্য ১৭ হাজার শয্যা করা হয়েছে, হাসপাতালতো একই রয়েছে। হাসপাতালে এখন তিন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা, নন করোনা চিকিৎসা, ডেঙ্গু চিকিৎসা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এম একবার আর্সলান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহাসচিব অধ্যাপক এম এ আজিজসহ অনেকেই।

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে

এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে যেসব চ্যালেঞ্জ দেখছেন নতুন শিক্ষা উপদেষ্টা

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সব বিমানবন্দরে চালু হতে পারে

৬২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

দুটো শব্দ খুব অপছন্দ করি, একটি হলো ধর্ষণ: ডিএম‌পি ক‌মিশনার

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ভোট আয়োজনে সহায়তা দিতে চায় ইইউ: রাষ্ট্রদূত

সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ উপদেষ্টা