নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে এমনটি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে আরও ৪১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এতে চলিত বছরে সারা দেশে সংক্রামক রোগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১।
আর সর্বশেষ মৃতদের নিয়ে সারা বছর মোট মারা গেছে ২৩৭ জন ডেঙ্গু রোগী। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী।
সরকারের তথ্য অনুযায়ী, সর্বশেষ ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২১০ জন রয়েছে। এ ছাড়া রাজধানীরা বাইরে ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭, বরিশাল বিভাগে ১৮, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২৮, রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।