হোম > জাতীয়

করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮ হাজার ছাড়াল    

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ১৬৪ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে গতকাল ১০ জনের মৃত্যু এবং ৬ হাজার ৬৭৬ জন রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৫৫টি সক্রিয় ল্যাবে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ, যেখানে গতকাল শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। 

আর এ পর্যন্ত মোট ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭২ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে

এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে যেসব চ্যালেঞ্জ দেখছেন নতুন শিক্ষা উপদেষ্টা

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সব বিমানবন্দরে চালু হতে পারে

৬২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

দুটো শব্দ খুব অপছন্দ করি, একটি হলো ধর্ষণ: ডিএম‌পি ক‌মিশনার

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ভোট আয়োজনে সহায়তা দিতে চায় ইইউ: রাষ্ট্রদূত

সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ উপদেষ্টা