হোম > জাতীয়

এপিবিএনের বিরুদ্ধে রোহিঙ্গাদের হয়রানি করার তথ্য সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ)। এইচআরডব্লিউয়ের এ-সংক্রান্ত প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাস। শিবিরগুলোর নিরাপত্তায় রয়েছে পুলিশের বিশেষ শাখা এপিবিএনের ক্যাম্প। গত মঙ্গলবার এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ অভিযোগ করেছে, এপিবিএন সদস্যরা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজি, গ্রেপ্তার ও হয়রানি করছেন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তাদের (এইচআরডব্লিউ) আরও বেশি দেখে এসে প্রতিবেদন করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলছি, তারা (রোহিঙ্গা) কোনো একসময় আমাদের জন্য একটা বিষফোড়ার মতো হবে। কারণ, এই রোহিঙ্গারা তাদের সবকিছু ফেলে এখানে এসেছে। প্রলোভনে পড়ে তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে, নিজেরা নিজেরা গোলাগুলি-মারামারি করছে। গতকালও তুমব্রু সীমান্তে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে।

গোলাগুলি-মারামারি করে। প্রতিদিন তারা মারামারি করে। তুমব্রুতে আমাদের ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। গতকালও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন গ্রুপ ও সাব গ্রুপে বিভক্ত হয়ে রোহিঙ্গারা প্রতিদিন অপরাধ করছে। আমরা কাঁটাতারের বেষ্টনী দিয়েছিলাম। সেই বেষ্টনী কেটে বেরিয়ে তারা মিয়ানমারে যাচ্ছে এবং সেখান থেকে ইয়াবা নিয়ে আসছে। এগুলো প্রতিনিয়ত ঘটছে। কাজেই সেখানে পুলিশের পাশাপাশি সশস্ত্র পুলিশ এপিবিএনকেও দেওয়া হয়েছে। কারণ, রোহিঙ্গা ক্যাম্পে অনেক রক্তপাত হচ্ছে। এপিবিএন সেখানে রেগুলার রুটিন ওয়ার্ক করছে। এই বাহিনীর বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ যেসব কথা বলেছে, আমার মনে হয় তা তথ্যভিত্তিক নয়।’ 

ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণেরা প্রভাব ফেলবে: তথ্য উপদেষ্টা নাহিদ

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানি: আপাতত ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

আনসার-ভিডিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি-মানুষের স্বার্থে: ডিজি

পাকিস্তানি নম্বর থেকে আসে বিমানে বোমা হামলার হুমকি: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে জিয়াউলের আবেদন খারিজ

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী বাংলাদেশ: লুৎফে সিদ্দিকী

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে মার্চ-এপ্রিলে: প্রবাসী কল্যাণ সচিব

সেকশন