জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় গণপরিবহনের বাসভাড়া সমন্বয়ের বিষয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকেরা।
আজ বুধবার বাসভাড়া সমন্বয়ে বিকেল ৫টায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এটি নিশ্চিত করেছেন।
সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া কমাতে সময় লাগবে। যে দাম কমানো হয়েছে, দেখতে হবে কত কমানো যাবে। তবে আমরা বাসভাড়া সমন্বয় করব।’
কিলোমিটার প্রতি কত কমবে জানতে চাইলে এনায়েত উল্লাহ বলেন, ‘সবেমাত্র দাম কমল। এখন বিআরটিএর সঙ্গে বৈঠক করে ভাড়ার নতুন তালিকা করতে হবে। এটা করতে সময় লাগবে।’